গণপরিবহন চলাচল না করলেও গত কয়েকদিনের তুলনায় মূল সড়কে বেড়েছে ব্যক্তিগত যানচলাচল। রিক্সার চলাচলও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এছাড়া অলিগলিতে আড্ডা দিচ্ছে অসংখ্য মানুষ।
এদিকে করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে জনসচেতনতা তৈরিতে বৃহস্পতি বার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের চারটি টিম। টহলে ছিল সেনা সদস্যরাও।
এর আগে সামাজিক দূরত্ব নিশ্চিতে আজ থেকে কঠোর অবস্থান নেয়ার কথা জানায় সেনাবাহিনী।