চট্টগ্রামের কোতোয়ালী থানায় গেলো শুক্রবার রাতে আটক হয় দুই ছিনতাইকারী। সন্ধ্যায় কদমতলিতে ফাঁকা রাস্তায় এক ভ্রাম্যমাণ হকারের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার তারা।
করোনায় মার্কেট, দোকানপাট, অফিসসহ সবকিছুই এখন বন্ধ। তাই একেবারে ফাঁকা হয়ে পড়েছে নগরী। আর সন্ধ্যা হলেই নগরজুড়ে তৈরি হয় এক ভুতুড়ে পরিবেশ। যার সুযোগেই রাস্তায় নামে চোর, ছিনতাইকারীসহ নানা অপরাধীরা।
এমন পরিস্থিতি নিরাপত্তা শঙ্কাও বেড়েছে নগরে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান আর রাস্তায় চলাচলের ক্ষেত্রে এই শঙ্কা বেশি।
করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে রাখা আর নানা মানবিক সেবা দিতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে পুলিশকে। তবে এরবাইরে নিরাপত্তার দিকটিও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান সিএমপি পুলিশ কমিশনার মো.মাহাবুবর রহমান।
এলাকাভিত্তিক ছিনতাই, ডাকাতসহ বিভিন্ন অপরাধীর গতিবিধির বিশেষ নজরদারি করা হচ্ছে বলে সিএমপি কমিশনার।