চিকিৎসক জানান, গতকাল সকালে শ্বাসকষ্ট ও গলা ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন তিনি। করোনার লক্ষণ দেখে তাকে রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে।
এরপর রাতে মারা যান ওই রোগী। নিহত ব্যক্তির বয়স ৩০। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। তিনি আরও জানান, মরদেহ যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নিহতের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক, ২ জন নার্স ও একজন আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।