দুপুরে চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠান। অভিযুক্তরা এতোদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। নিম্নআদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা থাকায় দুপুরে তারা আদালতে হাজির হন। মামলার এজাহারভুক্ত অন্য তিন আসামীকে আগেই আটক করা হয়।
রোহিঙ্গাদের নামে জাতীয় পরিচয়পত্র ইস্যুর ঘটনায় গেল সেপ্টেম্বরে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা করে জেলা নির্বাচন কার্যালয়। মামলাটি তদন্ত করছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।