সোমবার সন্ধ্যার পর উপজেলার গাইন্ধ্যা ইউনিয়নের বালুমুড়া মার্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।
রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘আমরা জেনেছি, ওই এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অভ্যন্তরীণ দুটি পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এবং সেখানে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখেছে স্থানীয়রা। তিনটি লাশই জনসংহতি সমিতির সদস্যদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে, পৌঁছাতে সময় লাগবে।’
এই ব্যাপারে কথা বলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় কমিটির নেতাদের মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।