পরিবেশবাদী সংগঠন বেলার এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এমন মন্তব্য করেন। এতে বলা হয়, পুরো কার্যক্রমই চলছে অবৈধভাবে। এতে পরিবেশগত কোন ব্যবস্থাপনা নেই বলেও মন্তব্য করেন হাইকোর্ট।
এমটি প্রডিউসার নামে একটি অয়েল ট্যাংকার কাটার কারণে পরিবেশের ক্ষতির অভিযোগে বেলা রিটটি দায়ের করে।
তবে জাহাজটি কাটায় কোন বাধা নেই বলে জানান হাইকোর্ট। এক্ষেত্রে পরিবেশের ক্ষতি যেন না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।