মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীর মাঠে সভা চলাকালে চেয়ারে বসা নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা, পরে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ে তারা। এতে সভা পন্ড হয়ে যায়।
এ সময় বক্তব্য না রেখেই সভাস্থল ত্যাগ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেনও রয়েছেন।