রাঙ্গামাটিতে দুদিনব্যাপী আয়োজন শুরু হয়েছে গতকাল। এতে চরকায় সুতা কেটে চীবর তৈরির কার্যক্রম উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ দেবাশিষ রায়। এরপর গতরাতব্যাপী এই চীবর তৈরি হয়।
আজ এসব চীবর দান করা হবে বৌদ্ধ ভিক্ষুদের। এই উৎসবকে ঘিরে রাজবন বিহার এলাকায় বসেছে লোকজ মেলা। নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানান, কঠিন চীবর দান উপলক্ষে পাহাড়ে এটিই সবচেয়ে বড় আয়োজন। যেখানে লাখো ভক্তের সমাগম হয়।