শুক্রবার (১ নভেম্বর) সকাল থেকে শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে পুলিশ। এসময় হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে বেশকিছু যানবাহন এবং চালককে জরিমানা করা হয়। জব্দ করা হয় বেশকিছু মোটর সাইকেল।
তবে এসময় অনেক চালকই অভিযোগ করেন, বিআরটিএ থেকে লাইসেন্স পেতে তাদের ভোগান্তি পোহাতে হয়।