রোববার (১৫ সেপ্টম্বর) বিকেলে কালুরঘাট সেতু এলাকায় গণজমায়েত করে সংগঠনটি। ছিল লাল পতাকা মিছিল।
এসময় নেতারা অভিযোগ করেন, সরকার হাজার কোটি টাকা খরচ করে কত রকমের প্রকল্প বাস্তবায়ন করছে। অথচ কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণে মনোযোগ দিচ্ছেনা।
তাই দ্রুত এ ব্যাপারে আশ্বাস না মিললে আগামী মাসেই রেল ভবন ঘেরাও, পদযাত্রা ছাড়াও প্রয়োজনে অবরোধের মতো কর্মসূচিও দেয়া হবে।
সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহাসহ বিভিন্নস্তরের নেতা এতে বক্তব্য রাখেন।