রোববার (১৫ সেপ্টম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়ায় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে কক্সবাজারের মানুষ।
তাই দ্রুত তাদের নিজদেশে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয় সমাবেশে। এতে অন্য দাবির মধ্যে রয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় এনজিওর অপতৎপরতা রোধ, ক্যাম্প ঘিরে কাটাতারের বেড়া নির্মাণ, রোহিঙ্গাদের ভোটার হতে সহায়তাকারীদের বিচার ও ক্যাম্পে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ করা।