বুধবার (১১ সেপ্টম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন কথা জানান শিপ ব্রেকিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের নেতারা।
এসময় নেতার অভিযোগ করেন, শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তায় তেমন কোন সরঞ্জাম দেয়া হয়না। একের পর এক দুর্ঘটনায় শ্রমিক মারা গেলেও কোন মালিককে আইনের আওতায় আনা হয়না।
এছাড়া শ্রম আইনের কোন সুবিধা পাননা শ্রমিকরা। এমনকি মজুরি বোর্ডও কার্যকর নয়। তাই দুর্ঘটনায় প্রাণহানি রোধ এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ১০ দফা ঘোষণা করে তারা বলেন, ৭দিনের মধ্যে এসব দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে।