তিনি আরও বলেন, এ বিষয়ে ৬৫ টি মামলা হয়েছে, সামনে আরো হবে। যেনতেন ভাবে তদন্ত রিপোর্ট দিলে আদালতে তা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য তাঁর। দাবি করেন, আগের তুলনায় দুদকের মামলায় সাজার হার বেড়েছে।
গেলো বছর মামলায় সাজার হার ছিলো ৭৭ শতাংশ। দুদকের বিদায়ী চেয়ারম্যান জানান, আইনের বিধি নিষেধের কারণে দুদকের পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না।