ভবনের ছাদ ঢালাই, মাটি কাটা কিংবা চাষাবাদে শ্রম দিয়ে চলে সংসার। নেই নির্দিষ্ট কোনো কাজ। নেই নির্দিষ্ট আয়ও। কাজের ধরন ভেদে পরিবর্তন হয় মজুরি। তাইতো প্রায় প্রতিদিনই কাজের সন্ধানে বের হতে হয় শ্রমিকদের।
ফেনী শহরে বসবাসকারী এমন ভাসমান শ্রমজীবী মানুষদের ভরসার নাম ট্রাংক রোডের জিরো পয়েন্ট ও দোয়েল চত্বর। কাজের আশায় প্রতিদিন ভোরেই এখানে জড়ো হন, শত শত শ্রমজীবী মানুষ। চলে মজুরি নিয়ে দর কষাকষি।
দীর্ঘদিনের এই প্রক্রিয়ায় বরাবরের মতোই বঞ্চিত শ্রমিকরা। বেড়ে চলেছে মধ্যস্বত্বভোগীদের দ্বৈরাত্ম্য।
কাজের সন্ধানে ফেনী শহরের চত্বরে প্রতিদিন ছুটে আসেন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর জেলার ভাসমান শ্রমজীবীরাও। শ্রমঘণ্টা বেঁচতে উপস্থিত হন খুলনা, বাগেরহাট, রংপুর জেলার মানুষও।