প্রভাবশালী ব্যবসায়ীদেরকে পিছে ফেলে গেলো কয়েক বছর ধরে কর দেয়ার শীর্ষে পুরনো ঢাকার জর্দা ব্যবসায়ী কাউস মিয়া। তার এই অবদানের স্বীকৃতি হিসেবে, মুজিব বর্ষে বিশেষ সম্মাননা জানায় এনবিআর।
অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান বলেন, এখনো কর দিতে অনেকেরই অনীহা। যা কাটিয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এসময়ে সেরা করদাতার সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন, হাকিমপুরীর জর্দার সত্ত্বাধিকারী কাউস মিয়া। বলেন দীর্ঘ ব্যবসায়ী জীবনে কখনো নেননি ব্যাংক ঋণ। নিরলস পরিশ্রম ও চেষ্টার মাধ্যমেই প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।
২০২০-২১ কর বর্ষেও তিনি ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতা সম্মাননা পেয়েছেন। টানা ৬৩ বছর ধরে কর দিয়ে আসছেন।