ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠি পল্লী। একটা সময় তাঁতের খুটখাট শব্দে বাড়ি বাড়ি মুখর থাকলেও এখন আর মেলে না আগের মত। ঘুন ধরেছে, জং লেগেছে জরাজীর্ণ পরিবেশে ফেলে রাখা হয়েছে তাঁতের সব যন্ত্রাংশ। অথচ এলাকার গারো, কোচ, ডালু, বানাই, হদি, বর্মণসহ অনেকের একসময়ের জীবিকার উৎস যোগাতো এই তাঁত। নানা সংকটে এখন প্রায় বিলুপ্তির পথে।
এই তাঁতের তৈরি নিজেদের পোশাক পরে ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষেরা তাদের পরিচিতি ছড়ালেও এখনও কালে ভদ্রে মেলে সে দৃশ্য। বাধ্য হয়ে নিজেদের ঐতিহ্যবাহি পোশাক ছেড়ে অনেকেই ঝুকছেন বাঙালি পোশাকের দিকে।
যদিও ঐতিহ্য টিকিয়ে রাখতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
শেরপুর সীমান্তে প্রায় ২০ হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষের বসবাস।