দাবি জানায় গাড়ি আমদানিতে শুল্ক বৈষম্য কমানোর। ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরগাড়ি আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার চায় বারভিডা। রিকন্ডিশনড গাড়ির নাম বিলাসদ্রব্যের তালিকা থেকে বাদ দেয়ারও দাবি জানান এ খাতের ব্যবসায়িরা।
এনবিআর জানায় এ খাতের প্রসারে অটোমোবাইল নীতিমালায় গুরুত্ব দেয়া হচ্ছে।