মাদক গ্রাম হিসেবে পরিচিত ছিল লালমনিরহাট সদরের দুড়াকুঠি গ্রাম। কর্মহীন যুব সমাজ বুঁদ হয়ে থাকতো মাদকের নেশায়। তবে পাল্টে গেছে সেই চিত্র। তরুণ-যুবারা এখন ব্যস্ত শুধুই কাজে। অনলাইনে করছেন ফ্রিল্যান্সিং।
২০১৪ সালে ফ্রিল্যান্সিং শুরু করেন ওই গ্রামের যুবক শাহাজাহান আলী বিষু। শেখান তার মতো আরও ১১ জনকে। এরপর আর কাউকে পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রশিক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতা চাইলেন তরুণরা।
অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে লাখ টাকা পর্যন্ত আয় করছেন দুড়াকাঠি গ্রামের তরুণ-তরুণীরা।