জানুয়ারির প্রথম দুই সপ্তাহের বড় উত্থানের পর পুঁজিবাজারে যে নেতিবাচক ধারা শুরু হয়, তা অব্যাহত আছে এখনও।
বছরের প্রথম দুই সপ্তাহের উত্থানে, ১৪ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক দাঁড়ায় ৫ হাজার ৯০৯ পয়েন্টে। কিন্তু পরের সপ্তাহ থেকে দর সংশোধনে ফেরে পুঁজিবাজার। এতে ২৫ কর্মদিবসে সূচক হারায় ৪৩৩ পয়েন্ট। এতে দৈনিক গড় ১৫ শ কোটির বেশি লেনদেন এসে ঠেকে হাজার কোটির নিচে।
পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের এমন উত্থান-পতন স্বাভাবিক। এসব নিয়ে অতিরিক্ত আলোচনা-সমালোচনা আরও ক্ষতিকর বলেও মত তার।
তবে এই স্টক ব্রোকার মনে করেন, সম্প্রতি সূচকের উত্থানে নির্দিষ্ট কয়েকটি শেয়ারের দাম ও লেনদেন বেড়েছে। যা বিনিয়োগকারিদের প্রত্যাশা পূরণ করেনি।
ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত ডিএসইতে সূচক বেড়েছিলো এক হাজার ২৪ পয়েন্ট।