দেশে কৃষিতে বাড়ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। তবে একেকজন কৃষক, নানান সময়ে এবং একেকভাবে আবাদ করায় নিশ্চিত করা যাচ্ছে না আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ। এই সমস্যা দূর করতে শুরু হয়েছে সমলয় কৃষি পদ্ধতির ব্যবহার। এতে এক এলাকার কৃষক সবাই মিলে একই সময়ে, একই জাতের ধানের চারা রোপন, আবাদ ও কর্তন করেন।
দেশজুড়ে এই কার্যক্রমে অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া গ্রামে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষ ৯০ জন কৃষক। যেখানে ট্রেতে ধানের চারা তৈরি করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে করছেন ধানের চারা রোপন।
কৃষিমন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে কৃষিতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। এ সময় সার, বীজ ও কৃষিযন্ত্রে, সরকারের দেয়া ভর্তুকি সুবিধার কথা জানান তিনি।
এ মৌসুমে দেশের ৬১ জেলায় চলছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ।