গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব কেন্দ্র। ২০১৫ সাল থেকে নানা জাতের ফুল নিয়ে গবেষণা করছেন এখানকার বিজ্ঞানীরা।
টিউলিপ, চন্দ্রমল্লিকা, সিলভিয়া, ক্যাকটাসসহ নানা জাতের ফুল নিয়ে গবেষণার ধারাবাহিকতায় এবার মনোযোগ বিদেশি ফুল লিলিয়ামে। বিজ্ঞানীরা বলছেন, বাহারি রঙের ৩৫ প্রকার লিলিয়াম উদ্ভাবন করেছেন তারা; যার দু'টি তুলে দেয়া হয়েছে কৃষকদের হাতে।
দেশে প্রতিনিয়তই কমছে কৃষি জমি। এমন বাস্তবতায় আর্শীবাদ হয়ে উঠতে পারে ফুলচাষ।
আড়াইশো জাতের ফুল নিয়ে গবেষণা করছেন, উদ্যানতত্ত্ববিদরা। আর সারা দেশে ফুল চাষের সাথে জড়িত প্রায় ৫ লাখ মানুষ।