রাজস্ব ভবনে কাস্টমস দিবস উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে মূল বিষয়কে ছাপিয়ে প্রধান হয়ে ওঠে করোনাকালীন সময়ের নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা। সেমিনারে অনলাইনে যোগ দিয়ে অর্থমন্ত্রী বলেন, করোনায় রাজস্ব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাশাপাশি আন্তরিক হতে হবে ব্যবসায়িদেরও।
করোনার মাঝেও সংস্থার কার্যক্রম চালু থাকায় সাপ্লাই চেইনে কোন ধরনের সমস্যা হয়নি বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।তিনি আরও জানান, স্বচ্ছতা বাড়াতে শিগগিরই জোরদার করা হবে ই-পেমেন্ট কার্যক্রম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাস্টমস এর কার্যক্রম আরো গতিশীল করতে এ খাতে সরকারের বিনিয়োগ আরো বাড়াতে হবে।