নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বাসিন্দা নিকাশ মানকিন। ১৩ বছর আগে ভারত থেকে পরিবারের জন্য কিছু কমলা এনেছিলেন।
সেই কমলার বীজ রোপন করেন বাড়ির আঙিনায়। ভালো ফলন পেয়ে পরবর্তীতে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন নিকাশ মানকিন। পান সফলতাও।
তাকে দেখে এলাকার আরও অনেক কৃষক উৎসাহিত হচ্ছেন কমলা চাষে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে এর উৎপাদন। স্থানীয়রা বলছেন, আমদানি নির্ভরতা কমিয়ে, দুর্গাপুরের বিভিন্ন বাগানের ফল দিয়ে মেটানো সম্ভব দেশের চাহিদা।
কমলা চাষ বাড়াতে এই অঞ্চলের কৃষকদের সহায়তার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দুর্গাপুরে কমলা চাষ শুরু করা নিকাশ মানকিনের বর্তমানে ১ একর জায়গায় ২৫০টি কমলার গাছ রয়েছে।