স্থানীয় সময় সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। এর আগে এই সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন তিনি। বিক্রি বাড়াতে পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জো বাইডেন। কর্মসংস্থান বাড়াতে নতুন প্রশাসনের কর্মপরিকল্পনাও তুলে ধরেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে নিজ দেশের পণ্যের প্রসারে বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেন, ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্য আমদানিতে বাড়তি শুল্কারোপও করেছিলেন তিনি।