সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে দুপুর বারোটার দিকে তাদের সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর দুপুর দুইটার দিকে তাদেরকে আদালতের উদ্দেশ্যে দুদক থেকে নিয়ে যাওয়া হয়।
দুদক সূত্র জানায়, এই দুজন পি কে হালদারের অন্যতম সহযোগী। অর্থ আত্মসাতে পি কে হালদারকে সহযোগিতা করার পাশাপাশি তারা নিজেরাও প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
গত রোববার (২৪ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে।