তবে চীনের বাজারে গাড়ি বিক্রি বেশ চাঙ্গা থাকার পাশাপাশি আবারো চাহিদা বেড়ে যাওয়ায় চতুর্থ প্রান্তিকে এ সংকট থেকে ঘুরে দাঁড়াতে পারে প্রতিষ্ঠানটি। গত শুক্রবার এক প্রতিবেদনে ভক্সওয়াগন কর্তৃপক্ষ জানায়, গত বছর প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার কোটি ইউরো বা ১ হাজার ২২০ কোটি ডলার। ২০১৯ সালে তাদের মুনাফা হয়েছিল ১ হাজার ৯৩০ কোটি ইউরো।