সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্টারপ্রেণারশীপ ডেভলপমেন্ট-সিইডি আয়োজিত কোভিডকালীন সময়ে পোশাক খাতের দুর্বলতা, সহনশীলতা ও পুনরুদ্ধার বিষয়ক এক ওয়েবিনারে একথা জানান বক্তারা। জানান, প্রযুক্তির উৎকর্ষতায় শ্রমিক ছাটাইয়ের ঘটনা হচ্ছে।
পরিস্থিতি থেকে উত্তোরণে শ্রমিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা, নতুন বাজার ও ব্র্যান্ডের দিকে নজর বৃদ্ধি ও শ্রম আইনের মেনে চলার প্রতি আহবান জানান ব্ক্তারা। অনুষ্ঠানে পোশাক খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।