রাজধানীর কাঁচাবাজারগুলোয় পণ্যের সরবরাহ বেশ। বছরজুড়ে বেশ কিছু পণ্যের বাজার ছিলো টালমাটাল। মহামারিকালে বাজার নিয়ে আলোচনা কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করে উত্তাপ। দেশি ও আমদানিকৃত পেঁয়াজের মধ্যে টানাটানি আর ব্যবসায়ীদের লাভ লোকসানের হিসেবের ভীড়ে ক্রেতাদের নাভিশ্বাস। তারপর আবারো নিয়ন্ত্রণে এ পণ্যটি।
আমদানি নির্ভর পণ্য সয়াবিন তেল ও চিনি নিয়ে দৌড় ঝাপটা কম ছিলোনা। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে তেলের দাম বেড়েছে দফায় দফায়। আর চিনির দর নিয়েও এখনো উত্তাপ বজায় রয়েছে। সাথে যুক্ত হয়েছে চালের বাজারও। বাম্পার ফলনের পরও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি। আর দাম কমাতে আমদানি শুরু হলেও মিলছেনা সুফল।
শীতের সবজি স্বস্তি এনেছে বাজারে। পর্যাপ্ত উৎপাদনে খুচরা বাজারে প্রায় সব ধরণের সবজি কিনতে কেজি প্রতি খরচ হচ্ছে ১৫-২০ টাকা।