বিএসইসির ৭৫৮তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংস্থাটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার লেনদেনের মাধ্যমে জেমস মার্টিন দাস, ড. জে. এম. মুর্শিদ, মো. নুরুল ইসলাম কামরান এবং সহযোগী মনজিলা নাসরিন ইসলাম সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গ করেছে। আর নর্দান জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার লেনদেনের মাধ্যমে পরিমল চন্দ্র পাল ও সালেহ আহমেদ সিদ্দিকি, সমির রঞ্জন পাল, মো আমানাত উল্লাহ ও তাদের সহযোগীরা ১৯৬৯ এর সেকশন ১৭(ই) (ভি) ভঙ্গ করেছে।