প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পর্ষদ সভায় পদত্যাগপত্র জমা দেন এমডি আবদুল খালেক খান। তবে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নানা অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ বন্ধের হুমকিতে ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি। পলাতক পি কে হালদারের অর্থ আত্মসাতের কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারায় চাপে ছিলেন আবদুল খালেক খান। ওই টাকা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।