ফাঁকা ক্লাস রুমে ধুলো জমে থাকা হাজার স্মৃতির বেঞ্চ। যেখানে এক সময় খেলা করতো অক্ষর, ছড়ার ছন্দে জেগে উঠতো প্রাণ, আজ সেখানে সুনশান নিরবতা।
মহামারিতে থমকে যাওয়া বিশ্বে অন্যতম বড় আঘাত স্কুল ব্যবস্থাপনায়। চোখের জলে স্কুল বন্ধ কিংবা বিক্রি ছিলো নিত্যদিনের গল্প। সব খুলে গেলেও নিরাপত্তার ঘোরটোপে প্রশ্নবিদ্ধ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। তারপরও শিক্ষকদের বেতন যাতে নিশ্চিত হয় তার জন্য চলে জোর প্রচেষ্টা।
মহামারিতে স্কুল ভর্তি কার্যক্রম শুরু হলেও এখনো কাটেনি অনিশ্চয়তা। পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক স্কুল কার্যক্রমে ভাটা; তাই অনলাইন ভরসা হলেও শিক্ষার্থীর সংখ্যা কমেছে বেশ। আবার, মাঠ পর্যায়ে প্রযুক্তির উৎকর্ষতা সঠিকভাবে বিকশিত না হওয়ায় ডিজিটাল ক্লাসরুমেও তাই শিক্ষার্থীদের ভাটা লক্ষণীয়।
তারপরও সব শংকা কাটিয়ে আবারো ফিরুক শৈশব-কৈশরের ভালোবাসা আর স্মৃতির মিনার, যেখান বন্ধু-আড্ডা-শিক্ষায় কাটবে নতুন দিনের স্বপ্ন রচনার দিনগুলি।