প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহায়তা দেবার ভাবনা থেকেই ২০১১ সালে জন্ম প্রবাসী কল্যাণ ব্যাংকের। বর্তমানে ৭১টি শাখার মাধ্যমে রাষ্ট্রিয় মালিকানাধীন বিশেষায়িত এ ব্যাংকটি পরিচালনা করছে তাদের কার্যক্রম।
প্রতিষ্ঠার পর থেকে গেলো ডিসেম্বর পর্যন্ত ৪৪ হাজার ২৫৩ জন প্রবাসীকে মোট ৫৪৩ কোটি ৬১ লাখ টাকা ঋণ দিয়েছে এ ব্যাংকটি। বিপরীতে এখনো পর্যন্ত আদায় ৪১২ কোটি ৫৯ লাখ টাকা। প্রথমদিকে ঋণ দেয়ার প্রক্রিয়া ও শর্ত কিছুটা কঠিন থাকলেও ব্যাংকটির দাবি, এখন সহজ হয়েছে প্রক্রিয়া।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের কার্যকর সহায়তার হার বৃদ্ধিতে বাড়াতে হবে ব্যাংকটির সক্ষমতা।
বর্তমানে ব্যাংকটিতে সবমিলিয়ে কাজ করছেন ২৬০ জন।