২০২০ সালে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। যা চমকে দিয়েছে খাত সংশ্লিষ্টদের। এমন বাস্তবতায় প্রবাসী আয়ের প্রবাহ ও উৎস নিয়ে ওয়েবিনারের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। জানানো হয়, মহামারিতে এসেছে সর্বোচ্চ প্রবাসী আয়, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।
খাত সংশ্লিষ্টরা বলছেন, যেখানে অর্থ প্রাপ্তি কমার আশঙ্কা ছিলো, সেখানে দেখা গেছে উল্টো চিত্র। রেমিট্যান্সে সরকারের ২ শতাংশ প্রণোদনা ও মহামারির দুশ্চিন্তা থেকেই অর্থ প্রবাহ বেড়েছে বলে জানান তারা।
এ ধারা অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রশিক্ষণ, ভাষা দক্ষতা, শ্রম ও শ্রমিকের ক্ষমতায়নের উপর জোর দেন ব্ক্তারা। বলেন, যত মানুষ বিদেশে যাচ্ছে সে অনুপাতে আয়ের প্রবাহ বাড়াতে জোরালো ভূমিকা রাখতে হবে।
প্রবাসীদের অবদান আরো জোরালো করতে মন্ত্রণালয়, আর্থিক খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরো শক্তিশালী করার পরামর্শ আসে ওয়েবিনার থেকে।