কোয়ারেন্টাইন, লকডাউন কিংবা স্টে অ্যাট হোম, বিশ্বের মানুষকে এমন কিছু শব্দের সাথে অভ্যস্ত করেছে করোনাভাইরাস। যা কেড়ে নিয়েছে অনেক কিছুই। এক বছরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ লাখের বেশি মানুষ। কাজ হারানোদের তালিকাটাও ছোট নয়। অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
সংক্রমণ কিছুটা কমে আসায় বিভিন্ন খাতে গতি ফিরলেও এখনো ধুকছে পর্যটনশিল্প। লোকসানের বৃত্তেই আটকে রয়েছেন রেস্টুরেন্ট, হোটেল, রিসোর্ট ও পরিবহন ব্যবসায়ীরা। এরই মাঝে বিভিন্ন দেশে দেখা মিলেছে করোনার নতুন ধরন। চলাচলে বিধি-নিষেধ জারি করেছে প্রশাসন। তবে ছাড় দেয়া হয়নি কর ও অন্যান্য সেবার মাশুলে। করোনা মহামারিতে দাম বেড়েছে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের। যা চাপ বাড়িয়েছে দৈনন্দিন জীবনযাপনে।
বিশ্বব্যাপী বৈষম্যও বাড়িয়েছে মহামারি। সম্প্রতি এক পরিসংখ্যানে জানা যায় করোনাকালে সম্পদ বেড়েছে কোটিপতিদের। অন্যদিকে চরম দারিদ্র্যের কবলে পড়েছেন উন্নয়নশীল দেশগুলোর এক চতুর্থাংশ মানুষ।