করোনায় বদলে গেছে দেশের পোশাক খাতের চিরচারিত চালচিত্র। গেল বছরের শুরুর দিকে পুরো বিশ্বই যখন লকডাউনে, তখন চীন, ভিয়েতনাম এমনকি ভারতের চেয়েও বাংলাদেশেরই পোশাকের ক্রয়াদেশ সবচেয়ে বেশি।
তবে সিপিডির গবেষণা বলছে, এতে মালিকদের যতটা না ক্ষতি তার চেয়েও বেশি ভুগেছেন শ্রমিকরাই। প্রণোদনার টাকা পেলেও কোভিডের পুরো সময় জুড়েই নীরবে চলেছে ছাটাই। এমনকি জুনের পর থেকে এ খাত কিছুটা ঘুরে দাড়ালেও থামেনি চাকরি থেকে অব্যাহতি। ফলাফল, দেশের ৫৮ ভাগ পোশাক শ্রমিকই এখন খরচের বোঝায় জর্জরিত। ৮২ ভাগের খাদ্য গ্রহণের মান কমেছে আর ১৭ শতাংশই কর্মক্ষেত্রে হচ্ছেন নিপীড়নের শিকার।
তবে এসব অভিযোগ মানতে নারাজ বিজিএমইএ সভাপতি। তার মতে দুর্যোগের এই সময় সমলোচনার জন্য সঠিক নয়। আয় কমলেও চাকরি হারানো নিয়ে পোশাক শ্রমিকদের দুশ্চিন্তা আগের চেয়ে কমেছে বলে সিপিডির গবেষণায় উঠে আসে।