একদিকে চীন বাড়াচ্ছে মজুদ। অন্যদিকে, করোনায় টান পড়েছে উৎপাদনে। ফলে, বহুমুখী চাপে উত্তাল ভোজ্যতেলের বিশ্ববাজার। যা নিয়ন্ত্রণে আসার আভাসও নেই শিগগিরই। আমদানিকারকরা বলছেন, প্রায় শতভাগ বিদেশ নির্ভর হওয়ায় ঝুঁকি থাকছে দরদাম নিয়ে।
আর বাণিজ্যমন্ত্রী বলছেন, এমন পরিস্থিতিতে অনেকেই সুযোগ নেয়ার চেষ্টা করেন। যা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে।
বিস্তারিত দেখুন ভিডিও লিংকে: