সরকারি ভাতা ক্যাশ আউটের ক্ষেত্রে ভাতাগ্রহীতাদের কাছ থেকে কোনো খরচ নেবে না নগদ। ক্যাশ আউট চার্জের জন্য প্রতি হাজারে ৭ টাকা পরিশোধ করবে সরকার। বাকি খরচ বহন করবে নগদ। বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাভাতা কর্মসূচির আওতায় চলতি বছরে বিতরণের জন্য ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।