একে তো করোনার দ্বিতীয় ঢেউ, অন্যদিকে বিশ্ববাজারে বাড়তি তুলার দাম। এমনই এক দ্বিমুখী সংকটে এখন নাকাল দেশের তৈরি পোশাক খাত।
আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গেল ১ বছরের মধ্যেই এখন তুলার দাম সবচেয়ে বেশি। গত ১ মাসে প্রতি পাউন্ড সাধারণ তুলার দর ওঠানামা করেছে ৮০ সেন্টের আশেপাশে, এপ্রিলেই যা ছিল ৫০ সেন্তের নিচে। ফলে ক্রেতাদের বেধে দেয়া দামে খরচ পোষাতে না পেরে অনেক মালিক বাধ্য হয়ে এখন নিজেই বাতিক করছেন ক্রয়াদেশ অনেকে আবার সম্পর্ক ঠিক রাখতে বিক্রি করছেন লোকসানে।
এ অর্থবছরের রপ্তানির তথ্যে দেখা যায়, গেল ৬ মাসে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়েছে জুলাইতে, আর সবচেয়ে কম অক্টোবরে। করোনার প্রথম ধাক্কা কাটিয়ে আগস্ট ও সেপ্তেম্বরে কিছুটা ঘুরে দাড়ালেও দ্বিতীয় ঢাক্কায় অক্টোবর থেকেই আবার কমতে থাকে তৈরি পোশাকের রপ্তানি। নভেম্বরে তা আড়াই শতাংশের বেশি কমার পর ডিসেম্বরে কমে সবচেয়ে বেশি, ১০ শতাংশের মত।
এ অর্থবছরে ওভেনের রপ্তানি কমলেও পুরোটা সময়জুড়েই বেড়েছে নিটওয়ারের।