রাজধানীর ঢাকা উদ্যান এলাকার এই পরিবারকে ইদানিং রান্নার গ্যাস খরচ করতে হচ্ছে বেশ হিসাব নিকাশ করে। কারণ...দেশে আরেক দফা বেড়েছে, এলপিজির দাম।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, মাসখানেকের ব্যবধানে ১২ কেজি ওজনের একেকটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ১ থেকে দেড়শ টাকা। গেলো মাসেই যে সিলিন্ডার বিক্রি হয়েছে ৮৫০-৯০০ টাকায় সেটিই এখন হাজার টাকা। আর ৭৭৫ টাকার সিলিন্ডারের দাম ঠেকেছে ৯শ টাকায়। ফলে বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এই বাড়তি খরচের ধাক্কায় নাকাল সাধারণ মানুষ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসে কাঁচামালের দাম কয়েক দফায় প্রায় ২শ ডলার বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষনে দেখা যায়, গেল ৬ মাস ধরেই বাড়ছে এলপিজির দাম। জুলাইতে বিউটেন এবং প্রোপেনের সংমিশ্রণে তৈরি যে এলপিজির দাম ছিল প্রতিটন ৩৪৬ ডলার, তাই বাড়তে বাড়তে জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে ৫৩৬ ডলারে।
দেশে ব্যবহৃত মোট এলপি গ্যাসের ৯৬ শতাংশই আমদানি করা হয়।