গেলো বছরের শুরু থেকেই উত্তাল স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে দেশের বাজারে দাম বাড়ে ৯ বার। আগস্টে প্রতি ভরি স্বর্ণ কেনাবেচা হয়, সর্বোচ্চ ৭৭ হাজার টাকার বেশি দরে।
এমন উচ্চ দামের ভারে অনেকটাই নিস্তেজ স্বর্ণ ব্যবসা। গতি ফেরাতে বছর শেষে দুই দফা দাম কমালেও, বাড়ানো হয় নতুন বছরের প্রথম সপ্তাহেই। ব্যবসায় নেই যখন গতি, দামে বাড়তি অংক যোগ হওয়ায় বিপাকে ব্যবসায়িরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে অন্তত ৪ হাজার টাকার বেশি দামে স্বর্ণ বিক্রি হচ্ছে বাংলাদেশে। এমন পরিস্থিতির মধ্যেও ঘাটতির বিপরীতে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ানো হয়েছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতির।
নীতিমালা থাকলেও বিএসটিআইয়ের মান পরীক্ষার সক্ষমতা না থাকায় সম্ভব হচ্ছে না স্বর্ণ আমদানি। গেলো জুলাইয়ে প্রথম বাণিজ্যিক চালানে দেশে আসে মাত্র ১১ কেজি স্বর্ণ। এরপর থেকেই বন্ধ সে প্রক্রিয়া।
স্বর্ণ পরীক্ষা সক্ষমতার বিষয়ে, বার বার যোগাযোগ করলেও, কোনো মন্তব্য করতে চায়নি বিএসটিআই এর মহাপরিচালক।