করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাত নিয়ে বাড়ছে শংকা। প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে তাই নজর খাত সংশ্লিষ্টদের। ফলে বাড়ছে মাস্কের ব্যবহার ও ব্যবসার পরিধি।
প্রশাসেনর নানা উদ্যোগের কারণে সচেতন এখন জনসাধারণ। তাইতো রাজধানীর বাবুবাজারে মাস্কের সবচেয়ে বড় পাইকারি হাটে ক্রেতাদের ভিড়। দেশীয় কিংবা আমদানি.. সব ধরনের মাস্ক এখানে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। মানভেদে প্রতিটি মাস্ক বিক্রি হচ্ছে ১ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামে।
মাস্ক উৎপাদনে এগিয়ে এসেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাদের মতে, মাঝে মাস্কের বিক্রি কিছুটা কমলেও দ্বিতীয় ঢেউয়ের খবরে তা আবারো বাড়ছে। চাহিদা ও যোগানে সামঞ্জস্য রাখতে বন্ধ রাখা হয়েছে রপ্তানি। বাড়ানো হয়নি দামও।
উৎপাদকদের দাবি, যত্রতত্র মাস্কের বিক্রি বন্ধ করতে হবে। জীবন রক্ষাকারী এ পণ্যের মান ঠিক রাখেত নীতিমালার পাশাপাশি জোর দিতে হবে ক্রেতা সচেতনতার উপরও।
পরিস্থিতি সামাল দেয়া না গেলে মানহীন মাস্কই স্বাস্থ্য ঝুঁকির মূল কারণ হয়ে উঠতে পারে বলে শংকা খাত সংশ্লিষ্টদের।