আয়কর বিভাগ জানায়, গত ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ১২ লাখ ৫৭ হাজার ৬২৬টি। গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৬৩ হাজার ১৯৯টি। তবে বছর ব্যবধানে ১৯৩ কোটি টাকা কমে আয়কর জমা হয়েছে ২ হাজার ৩৭৮ কোটি টাকা।
এদিকে যুগ্ম কমিশনার মো. লুৎফর কবিরের বিরুদ্ধে কর্মচারী লাঞ্চনার অভিযোগ এনে, সোমবার সকালে এনবিআর ভবনের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। ওই কর্মকর্তার শাস্তির দাবি জানান, সংগঠনটির নেতাকর্মীরা।