মাঠ জুড়ে সারি সারি আখ। পরিচর্যায় ব্যস্ত জামালপুরের জিল বাংলা চিনিকলের কৃষকরা।
প্রতি বছর এই সময়ে আখ মারাই শুরু হলেও এবার মিলছেনা কর্তৃপক্ষের অনুমতি ও অর্থ বরাদ্দ। জিল বাংলা মিলটি পুরোপুরি প্রস্তুত থাকার পরও শুরু করা যাচ্ছে না আখ মাড়াই। এতে বিপাকে পরেছেন মিলের আওতায় থাকা অন্তত ১০ হাজার কৃষক।
চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল, জরুরি ভিত্তিতে আখ মাড়াই শুরু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে আন্দোলন করছেন, মিলের শ্রমিক-কর্মচারি ও আখ চাষীরা।
অনুমোদন পেলে দ্রুত মিল চালুর কথা জানান, এই কর্মকর্তা।
চিনিকলটি স্থাপনের পর থেকে এ পর্যন্ত অতিবাহিত হয়েছে ৬২টি মাড়াই মৌসুম।