লাল-নীল হরেক রকম মলাটের সারি সারি বই। তবে নেই বইপ্রেমীদের ভিড়।
করোনায় বড় লোকসানের মুখে বন্ধ হওয়ার উপক্রম, প্যারিসের শতবছরের পুরনো এই বইয়ের দোকান। বিক্রি নেমেছে অর্ধেকে। পুঁজির বেশিরভাগ হারিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায়, দোকানের মালিক সিলভিয়া।
লাইব্রেরি মালিক সিলভিয়া হুইটমান বলেন, সরকার আমাদের সামান্য সাহায্য করলেও দীর্ঘদিনের এই মহামারির কাছে তা কিছুই নয়। বেচাবিক্রি নেই বললেই চলে। শেষ হয়ে গেছে সব সঞ্চয়ও।
টানা লকডাউনে থমকে গেছে, একসময়ের সরগরম এই বইয়ের দোকান। যদিও ঘরবন্দি বইপোকাদের ক্ষুধা মেটাতে কাজ করছে কিছু অনলাইন সার্ভিস। তবে সেখানেও সুবিধে করার সুযোগ নেই স্বল্পপুজির সিলভিয়ার। তাইতো শীতে করোনার দাপটে শেষ সম্বলটুকু হারানোর শঙ্কায় এই নারী উদ্বোক্তা।
অনলাইনে বেচাকেনায় সরকারি ট্যাক্স, পরিবহন খরচ, ডেলিভারি চার্জের অতিরিক্ত অর্থ দিতে হয়। পরিশ্রমও বেশি। তবে লাভ হয় একেবারেই কম।
হাজারো বইয়ের সপ্নে বোনা লাইব্রেরি বাঁচাতে এখন শুভাকাঙ্ক্ষীদের পাশে চান সিলভিয়া। সেই সাথে দেশটির সরকারকে এগিয়ে আসার আহ্বান তার।