নেতিবাচক প্রবণতায় আরও একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। গেলো সপ্তাহে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে বেশকিছু কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ফ্লোর প্রাইসে। ধীরে ধীরে বড় হচ্ছে এ তালিকা।
সপ্তাহে প্রথম দুই কর্মদিবসে সূচকের পতনের পর শেষ তিনদিন কিছুটা ঘুরে দাড়িয়েছে দেশের পুঁজিবাজার। গেলো রবি ও সোমবার দুইদিনে ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমলেও পরের তিনদিন কিছুটা ঘুরে দাড়িয়েছে। ফলে সপ্তাহ ব্যবধানে সূচক কমেছে ১০ পয়েন্ট। আর রবিবার লেনদেন ৫শ কোটির নিচে হলেও পরের দিনগুলোতে কিছুটা বেড়েছে। শেষদিনে লেনদেন হয়েছে সাড়ে ৭শ কোটি টাকা। তবে সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২০ শতাংশ।
বিগত কয়েক মাসের ধারাবাহিকতায় গেলো সপ্তাহেও দাপট দেখা গেছে সাধারণ বিমাখাতে। তালিকাভুক্ত ৩৬ টি বিমা প্রতিষ্ঠানের মধ্যে ২ টি বাদে সবগুলোর দাম বেড়েছে। দরবাড়ার শীর্ষ তালিকার ১০ প্রতিষ্ঠানের সবই এখাতের। এরমধ্যে সর্বোচ্চ ৩৬ দশমিক তিন নয় শতাংশ দর বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ডিএসইর ধারাবাহিকতা ছিলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সপ্তাহ ব্যবধানে সিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ৭ পয়েন্ট। আর লেনদেন কমেছে ২৪ কোটি টাকা