এয়ারব্যাগ ইনফ্লেটরে ত্রুটি পাওয়ায় সেগুলো প্রতিস্থাপনের জন্য এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্প বাস্তবায়নে ১শ' ২ কোটি ডলার বরাদ্দ দিয়েছে জেনারেল মোটরস। এর আগে গাড়িগুলোর এয়ারব্যাগ ইনফ্লেটর নিয়ে অভিযোগ করে মার্কিন প্রশাসন।
তবে শুরু থেকেই জেনারেল মোটরস কর্তৃপক্ষের দাবি, কোনো ধরনের ত্রুটি নেই এয়ারব্যাগের ইনফ্লেটরে।
মার্কিন অটোশিল্প জায়ান্ট জানান, যেকোনো পরিস্থিতিতে শতভাগ নিরাপদ হওয়া সত্বেও মার্কিন প্রশাসনের অভিযোগকে মূল্যায়ন করতেই গাড়ি প্রত্যাখ্যান করা হচ্ছে।