তিনি জানান, কুয়েত সরকারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের যেকোনো বাণিজ্য উদ্যোগে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। যেকোনো দেশে যৌথ বিনিয়োগেও যুক্তরাষ্ট্র আগ্রহী বলে মন্তব্য করেন তিনি। কোভিড নাইনটিনের চিকিৎসায়ও সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন মন্ত্রী।
শিক্ষা, চিকিৎসা, অর্থনীতিসহ বিভিন্ন খাতে নিজেদের মধ্যে সমন্বয়ের আশ্বাস দেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ।