এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৬শ ৮৪ টাকা। সর্বনিম্ন ৫১ হাজার ৬শ ১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ।
আজ থেকেই সারাদেশে কার্যকর হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের এই দাম। নতুন বিক্রয় মূল্যের সঙ্গে অলংকার তৈরির মজুরিও নির্ধারণ করেছে বাজুস। এর সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাটও পরিশোধ করতে হবে ক্রেতাকে।
ব্যবসায়ীরা জানান, বেশ কিছুদিন ঊর্ধ্বমুখী থাকার পর সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর মূল্য সমন্বয় করা হলো।