মঙ্গলবার সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান, স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। হয়, মানববন্ধনও। এ সময় অগ্নিকাণ্ডে মৃত্যুর জন্য দায়ীদের বিচার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি করেন বক্তারা।
অভিযোগ করেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর অনেকেই ক্ষতিপূরণ পাননি। ২০১২ সালের ২৪ নভেম্বর, তাজরিন গার্মেন্টেসে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত ১১৩ জন শ্রমিক।