আবারো সূচকের পতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮শ ১৭ পয়েন্টে। যা গত কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার শতাংশ কম।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১২২টির, কমে ১৩৪টির। অপরিবর্তিত ছিলো ৮৭টির দাম। আগের দিনের চেয়ে ১২৬ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৬২১ কোটি টাকা।
লেনদেনের শীর্ষে রয়েছে
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড
সূচকের পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮শ ৭ পয়েন্টে।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৭৭টির কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত ছিলো ৫৮টির দাম। আগের কার্যদিবসের চেয়ে কিছুটা কমে লেনদেন হয়েছে ১৩ কোটি টাকা।